আমাদের সন্তান ইফতেখার আহমদ দিনারের সন্ধান পেতে আর কতদিন লাগবে ?
নিখোজ ছাত্রদল নেতা দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদ
আজ দীর্ঘ ৯১২দিন (৩০মাস) দরে নিখোঁজ ছাত্রনেতা ও সমাজকর্মী ইফতেখার আহমদ দিনারের সন্ধান কামনা করে পরিবার ও আত্মীয়স্বজনের উদ্যোগে ৩ অক্টোবর ২০১৪ শুক্রবার বিকাল ৪টায় দিনারের নানার বাড়ী সিলেট নগরীর হক মঞ্জিল শাপলা-১০ উত্তর জল্লারপার এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। ইফতেখার আহমদ দিনারের নানা এম এ খালিকের সভাপতিত্বে ও দিনারের ছোট মামা সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন হাফিজ জাকারিয়া আহমদ। আলোচনা সভায় পরিবার ও আত্মীয়স্বজনদের প থেকে বক্তব্য রাখেন, দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদ, স্বমন্ধী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আহমদ, ছোট খালু মোঃ কুতুব উদ্দিন, ভগ্নিপতি শামীম আহমদ, ভাই সাংবাদিক আশরাফুল কবির লিমন, ইসফাক আহমদ, ইসমাম আহমদ, হাসান সারওয়ার জামি, মোঃ আব্দুর রাজ্জাক, নাহিদ আল নাহিয়ান রাহাত, বোন তাহছিন শারমিন তামান্না, সুমাইয়া শারফিন জেনিফা, ফারিহা হুমায়রা রাফা, সাবিয়া হুমায়রা রাইসা, খালা নুরুন নাহার চৌধুরী শিপা, বড় মামী রাহেলা হক চৌধুরী, ছোট মামী দিলারা ইয়াছমিন শিউলি, বাগনা শাবাব তাজওয়ার সাফিন ইসান, বাগ্নি শাহলা তুনজি তুবা আরিয়ানা, মামা আবু সাইদ চৌধুরী জুবায়ের, মোঃ পারভেজ রহমান, মোঃ মসহুর আহমদ। সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার স্বাগত বক্তব্যের পর একাত্ততা পোষন করে বক্তব্য রাখেন, রাজনৈতিক ও সামাজিক সহযোদ্ধাদের মধ্য থেকে মোঃ বুরহান উদ্দিন, সোহেল ইবনে রাজা, এ.কে কামাল হোসেন, সাদিকুর রহমান সাদিক, সাফিউল মৌলা রাজু, মোঃ জহিরুল ইসলাম জহির, সৈয়দ মকব্বির আলী, মানিক চন্দ সরকার, মোঃ আমিনুল ইসলাম, মোঃ কেরামত হোসেন, মোঃ আজিজুল বারী, ফয়েজ আহমদ, ফয়সল আহমদ তারেক, মোঃ হাবিবুর রহমান, হাফিজ মোঃ বুরহান উদ্দিন, মোঃ তালেব হোসেন তালেব, ইমরান খান, মুশতাাকিম নোমান, তানভির আহমেদ অপু, মাসুদ চৌধুরী। আলোচনা সভায় দিনারের পিতা ডা. মঈন উদ্দিন আহমদ বলেন, আমরা আর কতদিন ধৈর্য্য ধরে অপো করবো যে, দিনার আমাদের মধ্যে সুস্থ্য ও অত অবস্থায় ফিরে আসবে। প্রত্যেক মা বাবার সন্তানদের প্রতি চাহিদা থাকে অনেক, সেই চাহিদা পূর্ণ করতে দিনার কবে ফিরে আসবে আমাদের মধ্যে? একটি স্বাধীন দেশে কার কাছে এই বিষয়ে ফরিয়াদ করবো আমরা। আর কত দিন অপো করতে হবে দিনারকে আমাদের মধ্যে ফিরে পেতে? আর কতদিন সময় লাগবে ইফতেখার আহমদ দিনারের সন্ধান পেতে? আমরা দিনারের সন্ধান চাই। উপস্থিত বক্তারা বলেন, দিনারকে ফিরে না পাওয়া পর্যন্ত দিনারের পরিবার ও আত্মীয়স্বজনের কর্মসূচী অব্যাহত থাকবে। দিনারের সন্ধান কামনা করে আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন দিনারের বড় মামা এহতেশামুল হক বাহার। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, দিনারের নানা গোলাপগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান দি এইডেড হাই স্কুলের প্রাক্তন শিক আলহাজ্ব মোঃ ফজলুল হক তানু মিয়া, নানী মোছা: হামিদা খানম প্রমূখ। বিজ্ঞপ্তি