শ্রীমঙ্গলে আজ কুমারী পুজা ॥ পাঁচ গাঁয়ে মানত : দিতে হবে শত শত মহিষ বলি
শহরতলীর লাল বাগে বিশাল অজগর আর্কশন
মধু চৌবে,শ্রীমঙ্গল থেকে: মঙ্গলবার দেবী পরে ষষ্ঠ্যমাং তিথিতে বেলতলিতে দেবীর অধিবাসের মাধ্যমে মৌলভীবাজারে ষষ্ঠিবিহিত পূজার পর গতকাল অনুষ্টিত হয়েছে মহা সপ্তমী পূজা। আজ মহা অষ্ঠমী তিথিতে হবে দেবীর কুমারী রুপে পূজা।
এ বছর মৌলভীবাজারে সাড়ে ৭শত পূজা মন্ডপের মধ্যে সর্বাধিক লোকে লোকারণ্য হচ্ছে জেলার রাজনগর উপজেলার পাঁচ গাও পূজা মন্ডপে, কুলাউড়া উপজেলার কাদিপুর শিববাড়ি পূজা মান্ডপে, মৌলভীবাজার সদরের শিববাড়ির ত্রিনয়নী মান্ডপে, ও শ্রীমঙ্গল উপজেলার মঙ্গল চন্ডির থলির নব দূর্গা পূজা মন্ডপ, রঘুনাথ পুর কালী বাড়িতে কুমারী মান্ডপে এবং শ্রীমঙ্গল শহরতলীর লাল বাগ বিশাল অজগর সাপ বেষ্টিত পূজা মন্ডপে। অন্যদিকে পূজায় সারা জেলা ব্যাপী জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলাবাহিনী নিরাপত্তা বেষ্টনী। রয়েছে সাদা পোষাকে পুলিশ, র্যাব ও বিজিবির অনেক সদস্য। তবে আজ বৃহস্পতিবার রাজনগরের পাঁচগাও পূজা মন্ডপে শত শত লোক তাদের মানত দিতে সে মন্ডপের সামনে মহিষ ও পাঠা (ছাগল) বলি দিবেন। তাই এই মান্ডপে ভীর হবে বেশি। কুলাউড়া উপজেলার কাদিপুর গ্রামের শিব বাড়িতে নান্দনিক দূর্গা মন্দির ও মন্দিরে ভিতরে বিভিন্ন দেব দেবীর স্থায়ী মুর্তির সমাহার সেখানে দর্শনার্থীদের ব্যকুল করে তুলে তাই প্রতিবছরই সেখানে পূজা দেখতে সারা দেশ থেকে সেখানে জড়ো হন ল ল দর্শনার্থী। একই সাথে শ্রীমঙ্গল রঘুনাথ পুর আনন্দময়ী কালী বাড়িতে আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হবে দেবীর কুমারী রুপে পূজা। সে পূজা দেখতে প্রতিবছরই সেখানে প্রায় অর্ধলক্ষাধিক লোক সমাগম ঘটে এবছরও তার ব্যাত্যয় না ঘটারই কথা। অন্যদিকে দেবীর নয়টি রুপে নব দূগার পূজার আয়োজন করায় শ্রীমঙ্গলের ভুনবীরের ইছামতি চা বাগানের মঙ্গল চন্ডীর থলিতেও হচ্ছে প্রচুর লোক সমাগম। আর পূজায় নান্দনিকতা আনতে শ্রীমঙ্গল শহরতলীর লাল বাগ পূজা মন্ডপে তৈরী করা হয়েছে প্রায় ৫শত হাত লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ। দর্শনার্থীদের পূজা দেখতে হলে সাপের মূখে প্রবেশ করতে হয়। তাই কৌতুহলী দর্শনার্থীর ভীরও রয়েছে সেখানে। এ ছাড়াও শ্রীমঙ্গল আদর্শ সুবুজবাগ মন্ডপে খুব সুন্দর ডেকোরেশন ও নব নির্মিত সু উচ্চ মন্দিরের ভিতরে দেবীর পূর্জাচনাও দর্শনাথীদেরও বেশ আর্কশন করেছে।