জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার উদ্যোগে বিশাল মিছিল
তৌহিদী জনতার হৃদয়ে আঘাত হানার পরিনাম শুভ হবে না
———- মাওলানা ছামিউর রহমান মুছা
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী কর্তৃক পবিত্র হজ্ব ও মহানবী (সা:) এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ঐতিহ্যবাহী জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার ডাকে এক বিশাল বিােভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদণি শেষে কোর্ট পয়েন্টে এসে এক সংপ্তি সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ্ব ও মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করে বিশ্বের দুই’শ কোটি মুসলমানের অন্তরে আঘাত হেনেছে। তাকে মন্ত্রীসভা থেকে শুধু অপসারণ নয় দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় তৌহিদী জনতার ােভ বিস্ফোরিত হলে সরকারের পদতলে মাটি থাকবে না। তৌহিদী জনতার অন্তরে আঘাত হানার পরিনাম শুভ হবে না। বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রীকে কটুক্তি করলে যদি শাস্তি হতে পারে তাহলে মহানবী (সা:) এ সম্পর্কে কটুক্তিকারীর শাস্তি থাকবে না, তা দেশবাসী মেনে নিবেনা।
কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, জামেয়ার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা ছামিউর রহমান মুছা, জামেয়ার তরুণ প্রভাষক ফাহাদ আমানের পরিচালনায় বক্তব্য রাখেন, জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা সিদ্দিক আহমদ চিশ্তী, মাওলানা মুফতি শিব্বীর আহমদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মাওলানা মুসফিকুর রহমান মামুন, আল ইসলাহ্ ছাত্র সংসদ জি.এস আব্দুল হক, ছাত্রনেতা হাফিজ জুবায়ের আহমদ, এজি.এস মঈনুদ্দীন, ফজলুর রহমান তায়েফ, উবায়দুর রহমান তারেক প্রমুখ।