অনলাইন সাংবাদিকগণকে পৌর নির্বাচন পর্যবেক্ষণ পরিচয়পত্র প্রদান না করার নিন্দা ও প্রতিবাদ

সরকার যেখানে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সর্বাতœক কাজ করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় অনলাইন নীতিমালা প্রণয়ন করা হয়েছে, অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় আনার প্রক্রিয়া বাস্তবায়ন করতে যাচ্ছে, দেশের যেসব পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে সেসব এলাকার রিটার্নিং অফিসারগণ অনলাইন সাংবাদিকগণকে পৌর নির্বাচন পর্যবেক্ষণ পরিচয়পত্র প্রদান করেছেন, সেখানে মৌলভীবাজারের রিটার্নিং অফিসার কর্তৃক অনলাইন সাংবাদিকগণকে পৌর নির্বাচন পর্যবেক্ষণ পরিচয়পত্র প্রদান করেননি। এটা নিঃসন্দেহে অনলাইন সাংবাদিকগণের সাথে বিমাতাসূলভ আচরণ। মৌলভীবাজারের অনলাইন সাংবাদিকদের ক্ষেত্রে রিটার্নিং অফিসারের এহেন ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মৌলভীবাজার অনলাইন প্রেসকাব। সেইসাথে মৌলভীবাজার অনলাইন প্রেসকাবের সম্মানীত সকল সদস্যসহ সকল অনলাইন সাংবাদিকগণকে তাদের নিজ নিজ অনলাইন নিউজ পোর্টালে অত্র প্রেসবিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা গ্রহণ এবং নিজ নিজ অনলাইন নিউজ পোর্টালে নির্বাচনী সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হলো। একইসাথে দেশের সকল অনলাইন সাংবাদিকগণ এবং সকল অনলাইন নিউজ পোর্টালকে পৌরনির্বাচনী সংবাদ বয়কট করার মাধ্যমে মৌলভীবাজার অনলাইন প্রেসকাবের সাথে সংহতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানানো হল।
এছাড়া, মৌলভীবাজারের রিটার্নিং অফিসার কর্তৃক অনলাইন সাংবাদিকগণকে পৌর নির্বাচন পর্যবেক্ষণ পরিচয়পত্র প্রদান না করার এ ন্যাক্কারজনক ঘটনার ব্যাপারে মৌলভীবাজার অনলাইন প্রেসকাব মাননীয় তথ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে।