এশিয়ান গেমসের ফাইনালে বাংলাদেশের মেয়েরা
সুরমা টাইমস স্পোর্টসঃ দ. কোরিয়ার ইনচনে এশিয়ান গেমস ক্রিকেটে নেপালকে হারানোর পর এবার শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তানের মেয়েরা।
লতা মন্ডলের ব্যাটিংয়ের পর দলকে জেতাতে মূল ভূমিকা রাখেন বোলার পান্না ঘোষ। কোয়ার্টার ফাইনালে নেপালকে মাত্র ২৬ রানে গুটিয়ে দিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে দারুণ শুরু করেছিল সালমা বাহিনী। তারই ধারাবাহিকতায় সেমিফাইনালে লংকান মেয়েদের হারিয়ে স্বর্ণ জয়ের আরো কাছাকাছি গেল লাল-সবুজরা।
দ্বিতীয় সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সালমা। নির্ধারিত ২০ ওভারে তারা চার উইকেট হারিয়ে ৯৫ রান তুলতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ রান আসে অপরাজিত থাকা ব্যাটার লতা মন্ডলের ব্যাট থেকে। ৪৩ বলে একটি চার মেরে ৩৪ রান করেন লতা। দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ফারজানা হকের ব্যাট থেকে। ২২ রান করে আউট হন ফারজানা।
এছাড়া দলনেত্রী সালমা করেন ১৪ রান। অতিরিক্ত খাত থেকে আসে ১৫ রান। লংকানদের সামনে টার্গেট দাঁড়ায় ২০ ওভারে ৯৬ রান। কিন্তু পান্নার বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে লংকান ব্যাটিং শিবির। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে তাদের ইনিংস থামে ১৮.২ ওভারে। বাংলাদেশীদের বোলিং তোপে পড়ে অলআউট হওয়ার আগে তারা তুলতে পারে মাত্র ৭০ রান।
শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ১৫ রান করেন দলনেত্রী শ্রীবর্ধানে। আর ১১ রান করেন কুমারিহামি। এছাড়া দুই অঙ্কের ঘরে আর কোনো লংকান ব্যাটার যেতে পারেন নি।
লাল-সবুজদের হয়ে পান্না ৪ ওভারে ১ মেডেন নিয়ে ১০ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। আর দুটি উইকেট পান ৪ ওভারে ১১ রান দেওয়া রুমানা আহমেদ। একটি উইকেট দখলে নেন সালমা খাতুন। অন্য সেমিফাইনালে চীনকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান।