কোম্পানীগঞ্জে মার্চেল এর শোরুমে দুঃসাহসিক চুরি
কোম্পানীগঞ্জ প্রতিনিধ: কোম্পানীগঞ্জের টুকের বাজারস্থ মার্চেল এর শোরুম খাজা ইলেকট্রনিক্স দোকানে এক দুঃসাহসিক চুরি সংঘঠতি হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে একদল চোর খাজা ইলেকট্রনিক্স এর দোকানের টিনের চালা খোলে দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্স ভেঙ্গে নগদ দেড় লক্ষ টাকা সহ ৬৫ হাজার টাকার মূল্যমানের একটি ল্যাপটপ ও ২টি মোবাইলসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। এব্যাপারে দোকান মালিক নবি হোসেন কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এ চুরির ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।