কোম্পানীগঞ্জের ডাকাত সর্দার কাওছার আটক

কোম্পানীগঞ্জ  প্রতিনিধি: কোম্পানীগঞ্জের কুখ্যাত ডাকাত ও মাদক সম্রাট কাওছার আহমদ (২৬) কে ৩২ বোতল বিদেশি মদ সহ আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর রাশেদুল আলম খানের নেতৃত্বে একদল পুলিশ টুকেরগাঁওস্থ কাওছারের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ কাওছার ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন থেকে তার বাড়ীতে ইয়াবা, মদ ও নাচ গানের আসর সহ অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। গত ৩০মে কাওছারের বড় বোন মাদক সম্রাজ্ঞী সুলতানা বেগমকে ১০০ পিস ইয়াবা সহ আটক করে পুলিশ। কাওছারের বড় ভাই মনির হোসেন এলাকার কুখ্যাত ডাকাত সর্দার। মনিরের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। একটি ডাকাতি মামলায় মনিরের ৫ বছরের সাজা হয়েছে। বর্তমানে মনির পলাতক রয়েছে। কাওছারের পরিবারের সকলেই মাদক ব্যবসায় জড়িত। কাওছারের পরিবারের অত্যাচারে লোকজন অতিষ্ট। কাওছারকে গ্রেফতার করায় এলাকায় স্বস্থি ফিরে এসেছে।