আগামী অর্থবছর থেকে নতুন পে-স্কেল কার্যকর : অর্থমন্ত্রী
সুরমা টাইমস ডেস্কঃ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল আগামী অর্থবছর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঙ্গলবার সচিবালয়ে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠিত পে-কমিশন আগামী ডিসেম্বরে তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনটি পর্যালোচনা করে ২০১৫ সালের পহেলা জুলাই থেকে কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হবে।
গত বছরের ২৪ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে পে এন্ড সার্ভিসেস কমিশন গঠন করা হয়। বর্তমানে দেশে ১৩ লাখের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। এর মধ্যে চাকরিতে সক্রিয় রয়েছেন প্রায় ১১ লাখ। এর আগে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান শামসুল হক অর্থমন্ত্রীর কাছে ২০ কোটি টাকার ডিভিডেন্ড হস্তান্তর করেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে-কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের পহেলা জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়।