কানাইঘাটে নবগঠিত যুবদলের আহবায়ক কমিটিকে প্রত্যাখান
জেলা যুবদলের সাধারণ সম্পাদকে দোষারূপ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলা যুবদলের কমিটি বাতিল করে পকেট কমিটি গঠন করায় তা প্রত্যাখ্যান করে যুবদলের একাংশের নেতাকর্মীরা কর্মীসভা করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় কানাইঘাট পূর্ব বাজারে যুবদলের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সংবাদিকদের উপস্থিতিতে কর্মীসভায় যুবদলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ উপজেলা যুবদলের কমিটি বাতিল করে দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে স্বেচ্ছাচারিতার মাধ্যমে কোন ধরণের আলাপ-আলোচনা ছাড়াই যুবদলের নেতাকর্মীদের অগোচর পকেট কমিটি গঠন করে কানাইঘাট যুবদলকে ধ্বংসের পায়তারায় লিপ্ত রয়েছেন। দলীয় নেতাকর্মীরা বলেন, অতীতে আওয়ামীলীগ সরকার বিরোধী আন্দোলনে উপজেলা যুবদল অগ্রণী ভূমিকা পালন করে। যার কারণে অনেকে মামলা হামলার শিকার হয়েছিলেন। কিন্তু হঠাৎ করে যুবদলের কমিটি বাতিল করে মামুন রশিদ মনগড়া নতুন আহবায়ক কমিটি গঠন করে রাজপথের পরিক্ষিত নেতাকর্মীদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। অবিলম্বে উক্ত আহবায়ক কমিটি বাতিল করে দলীয় পরিক্ষিত নেতাদের দিয়ে কমিটি গঠন এবং মামুন রশিদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় যুবদলের হস্তক্ষেপ কামনা করেন তারা। কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মামুন রশিদ, কাওছার আহমদ বাঙালী, সায়িক আহমদ, আশরাফুল আম্বিয়া, যুবদল নেতা গুলজার আহমদ, বিলাল আহমদ, সুলেমান আহমদ, বশির আহমদ, ফয়সল আহমদ, শাহেদ আহমদ। এছাড়া কর্মীসভায় ৯টি ইউনিয়নের যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।