কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
কানাইঘাট প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান’১৪ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল অডিটোরিয়ামে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ময়নুল হকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক হাবিব আহমদ, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি শাহিদা আক্তার, স্কুলের প্রধান শিক্ষকের সহধর্মীনি ও সিলেট ক্যান্টেনমেন্ট বোর্ড স্কুলের সহকারী শিক্ষিকা আজিজুন নাহার চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক হোসেইন আহমদ, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে নয়শিন তাফসিয়া নিশাত, মহিম আহমদ মান্না। পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক তদারকীতে ছিলেন স্কুলের সহকারী শিক্ষক তফজ্জুল হোসেন, আব্দুশ শুকুর, অলক রঞ্জন পাল, ক্রীড়া শিক্ষক ব্রজ মোহন সিং। দিনভর মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের সাংস্কৃতিক দল সম্মিলিত দেশাবোধক গান, যৌতুক বিরোধী নাটিকা প্রদর্শন, নৃত্য, যেমন খুশি তেমন সাঁজো ইত্যাদি অনুষ্ঠান মালার মধ্যদিয়ে পুরো অনুষ্ঠানস্থল উৎসব মুখর করে রাখে। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।