বিশ্বনাথে শ্রেষ্ঠ শিক্ষক মাসুক আহমদ
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ২০১৪ সালের জন্য নির্বাচিত হয়েছেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হকের সভাপতিত্বে ‘‘প্রাথমিক শিক্ষা পদক- ২০১৪’’ এর উপজেলা কমিটি কর্তৃক এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ইতিপূর্বে মাসুক আহমদ ২০১০ সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। তিনি বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পেশকারগাঁও গ্রামের অধিবাসী। মাসুক আহমদ ১৯৯৫ সালে সিলেট এম.সি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রী অর্জন করেন। ১৯৯৮-৯৯ ইং সালে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বি.এড ডিগ্রী অর্জন করে ২০০০ সালে তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন।