ঝড়ে দেয়াল ধসে দুই বোনের মৃত্যু

59236ডেস্ক রিপোর্টঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী নওপাড়ায় বুধবার দুপুরে ঝড়ে দেয়াল চাপা পড়ে শিশু দুই বোনের মৃত্যু হয়েছে। একই সময় পৌর শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় সরকারি মহিলা কলেজের দেয়াল ধসে অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছেন। নিহত দুই শিশু হলো নওপাড়া গ্রামের আবদুল হালিম মিয়ার মেয়ে চুমকি আক্তার (৪) ও বীথি আক্তার (৬)।
শিশুদের স্বজনরা জানায়, বুধবার দুপুর ১টার দিকে ঝড়ের সময় শিশু চুমকি ও বীথি ঘরের দেয়ালের পাশে দাঁড়ানো ছিল। হঠাৎ প্রচণ্ড বাতাসে দেয়াল ধসে তারা চাপা পড়ে। এতে তারা মারাত্মক আহত হয়।
তাৎক্ষণিকভাবে শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পথে তাদের মৃত্যু হয়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অপরদিকে নরসিংদী শহরের পশ্চিম কান্দাপাড়ায় নরসিংদী সরকারি মহিলা কলেজের সামনের অংশে দেয়াল ধসে অজ্ঞাতনামা এক রিকশাচালকের মৃত্যু হয়। আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
মাধবদী পৌরসভার মেয়র হাজি মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুদের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
মেয়র জানান, ঝড়ে নওপাড়াসহ আশপাশ এলাকার কয়েকটি কারখানার টিনের চালা উড়ে গেছে। কাঁচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে বড় গাছ ও বৈদ্যুতিক খুঁটি।