কানাইঘাটে চোরাই গরুসহ এক গরুচোর গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি ঃ ানাইঘাট বাজার থেকে গরুসহ এক গরু চোরকে আটক করে বাজারের নৈশ্যপ্রহারীরা পুলিশের কাছে সোপর্দ করেছে। জানা যায়, গতকাল সোমবার আনুমানিক ভোর ৫টায় পৌরসভার মহেষপুর গ্রামের মৃত ওয়াছির আলীর পুত্র পেশাদার গরুচোর আব্দুল লতিফ (৩৫) ও তার সহযোগী বেশ কয়েকটি গরু চুরি মামলার আসামী কুখ্যাত গরুচোর মুলাগুল গ্রামের আব্দুল গফুর উত্তর বাজার বাস স্ট্যান্ড এলাকায় আনুমানিক ৩৫ হাজার টাকা মূল্যের একটি চোরাই গরু নিয়ে অপেক্ষা করছিল। এ সময় বাজারের নৈশ্যপ্রহারী সৈয়দুর রহমান ও শফিক উদ্দিনের সন্দেহ হলে তারা গরুচোর আব্দুল লতিফকে জিজ্ঞাসাবাদ করলে সে ও তার সহযোগী আব্দুল গফুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৈশ্যপ্রহরীরা আব্দুল লতিফকে গরুসহ আটক করেন। পরে বাজারে টহলরত ডিউটরত পুলিশ গরুচোর আব্দুল লতিফকে চোরাই গরুসহ থানায় নিয়ে যান। খবর পেয়ে গরুর মালিক পাত্রমাটি গ্রামের ফজই মিয়া থানা এসে গরুচোর লতিফের বিরুদ্ধে মামলা দায়ের করেন। থানার মামলা নং-১০, তাং-১৫/০৯/১৪ইং। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে কথা হলে তিনি বলেন, ঈদকে সামনে রেখে গরুচুরি রোধে ওয়ার্ডভিত্তিক গরুচোরদের তালিকা করা হচ্ছে। আব্দুল লতিফ থানার তালিকাভুক্ত গরুচোর বলে তিনি জানান। এ ঘটনায় অন্যান্য গরুচোরদের ব্যাপারে তথ্য উদঘাটনের জন্য আব্দুল লতিফকে পুলিশি রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে। জানা গেছে গত সপ্তাহে এভাবে একটি গরু চুরি করে কানাইঘাট বাজারের সোহাগ মাংসের দোকানে সামনে বাধা অবস্থায় উদ্ধার করেন গরুর মালিক। এসব গরু চুরির পেছনে বাজারের কতিপয় ২/১ মাংস ব্যবসায়ী জড়িত বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।