শাল্লায় ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার
বিপ্লব রায়,শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রাম থেকে ৫০ লিটার দেশীয় মদ উদ্ধার করেছে শাল্লা থানার পুলিশ। গত সোমবার রাত ৮ টায় উপজেলার হবিবপুর ইউনিয়নের ্আনন্দপুর গ্রামে অভিযান চালিয়ে জীবনধ্বংশকারী এই মাদক উদ্ধার করা হয়। জানা যায়, এস আই আবু জাফরের নেতৃত্বে উপজেলার আনন্দপুর গ্রামের মৃতঃ জামীনি রায়ের ছেলে রন রায়(৪০)এর বাড়িতে ঘরের ভেতরে মাটি কুঁড়ে ৫০ লিটার মদ উদ্ধার করেন শাল্লা থানার পুলিশ। এ বিষয়ে এস আই আবু জাফর জানিয়েছেন গত রাত ৫০ লিটার মদ উদ্ধার করার পর থানায় মামলা হয়েছে। মামলা নং ৮ এবং ১৯৯০ সনের মাদক দ্রব্য আইন নিয়ন্ত্রন ২২ এর (গ) দ্বারা। তিনি আরও বলেন আমরা অতি শীঘ্রই মাদক স¤্রাট রন রায়কে গ্রেপ্তার করবেন বলে স্থানীয় সাংবাদিকদেরকে জানিয়েছেন।