বালাগঞ্জের শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার সময় বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. আজমল হোসেন ও মো. আব্দুস সালাম। নির্বাচনে পচিালনা কমিটির ১১জন সদস্য ভোট প্রদান করেন। এতে মো. আজমল হোসেন ৬ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি মো. আব্দুস সালাম পেয়েছেন ৫ভোট।
এর আগে গত ৭ সেপ্টেম্বর এলাকাবাসীর যৌথ সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে ১১জনের নাম চুড়ান্ত করা হয়। এদের মধ্যে থেকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করা হল। ম্যানেজিং কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহসভাপতি মো. আব্দুস সালাম মেম্বার, সচিব প্রধান শিক্ষক মো. ওয়াজেদ আলী, সদস্য মো. আব্দুস সালাম, মর্তুজ আলী, শাহিন আহমদ, রিপন চন্দ্র বর্মণ, মৌসুমী হাবিব রুবি, হাওয়ারুন বেগম, শিবানী রাণী দাস ও জলি রাণী পাল। নির্বাচনকালে বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম সাহেদ চৌধুরী, ছুরাব আলী, আব্দুর রকিব, সোনা মিয়া, আব্দুল খালিক, মোজাহিদ হোসেন, ইউপি সদস্য মো. আব্দুস সালামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।