সুরমা মার্কেট পয়েন্টে শ্রমিকলীগের হাতে ট্রাফিক পুলিশ লাঞ্ছিত
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে শ্রমিকলীগ নেতাকর্মীদের হাতে শহর পুলিশের সাব ইন্সপেক্টর (টিএসআই) মোশাররফ হোসেন লাঞ্ছিত হয়েছেন। রোববার বিকেলে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পরিবহন শ্রমিক লীগের মানিক মিয়ার নেতৃত্বে একটি মিছিল দক্ষিণ সুরমা থেকে ক্বীন ব্রিজ হয়ে নগরীতে প্রবেশ করে। মিছিলটি সুরমা মার্কেট পয়েন্টে আসামাত্র গাড়ি না আটকানোর কারণে টিএসআই মোশাররফকে অকথ্য ভাষায় গালাগাল করেন মানিক মিয়া।
এক পর্যায়ে মিছিলকারীরা তার ওপর হামলা করে টেনে-হিছড়ে পোষাক ছিড়ে ফেলে। এক পর্যায়ে মিছিলকারীদের রোষানল থেকে স্থানীয় জনতা ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ট্রাফিক) নিকোলিন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে নিউজমিরর’কে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।