শাহজালাল (র.) মাজারের বার্ষিক ওরস আজ শুরু

Shahjalal Orosসুরমা টাইমস রিপোর্টঃ হযরত শাহজালাল মোজাররদ (র.) মাজারের ৬৯৫ তম বার্ষিক ওরস আজ সোমবার শুরু হচ্ছে। ওরসের প্রথমদিন আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো হবে। রাত ৩ টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুদিনের ওরস। আজ সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো হবে। রাতে শব্বিনা খতম, কোরান খানি ও রাত দুইটা পর্যন্ত জিকির আজকার। এরপর ভক্তিমূলক গজল, রাত তিনটায় আখেরি মোনাজাত শেষে আগামীকাল মঙ্গলবার ভোরে শিরনী বিতরণ করা হবে। গতকাল রোববার থেকে Shahjalal Oros2দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক ওরসে আসতে শুরু করেছেন। এদিকে ওরস উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মাজার কর্তৃপ। মাজার কমিটির সেক্রেটারি সামুন মাহমুদ খান জানান, নিরাপত্তা নিশ্চিত করতে মাজার কমিটির প থেকে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশের প থেকে আলাদাভাবে আরো ৫/৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশপাশি মাজার কর্তৃপ থেকে আড়াই হাজার নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বলেন, মাজারের নিরাপত্তায় সাড়ে সাত শতাধিক পুলিশ দুই ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। ওরস চালাকালে গাড়ি পার্কিংয়ের জন্য আলিয়া মাদরাসা মাঠ নির্ধারণ করা হয়েছে।