সড়ক দূর্ঘটনায় এমপি সেলিম উদ্দিন আহত
জকিগঞ্জ প্রতিনিধিঃ সড়ক র্দূঘটনায় সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাটের সংসদ সদস্য ও সিলেট জেলা জাপার সভাপতি সেলিম উদ্দিন আহত হয়েছেন। র্নিবাচনি এলাকায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি গতকাল শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেট আসার পথে সিলেটের বদিকোনা বাইপাস নামকস্থানে একটি নাভানা গাড়ী পাশ কাটাতে গিয়ে তাকে বহনকারী গাড়িটি খাদে পড়ে যায়।
সড়ক র্দূঘটনায় এমপি সেলিম উদ্দিনসহ পিএস মাসুম আহমদ, ড্রাইভার অসিম আহত হয়েছেন। জকিগঞ্জ উপজেলা জাপার সাধারন সম্পাদক হেলাল উদ্দিন লস্কর জানিয়েছেন দুর্ঘটনায় এমপি সেলিম উদ্দিনের মাথায় আঘাত লেগেছে। তবে তাঁর আঘাত এতটা গুরুতর নয়। উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক এমএজি বাবর এমপি সেলিম উদ্দিনের সুস্থতা কামনা করেছেন।