কানাইঘাটের দুটি ইউপি ওয়ার্ডের শূন্যপদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট সদর ও সাতবাঁক ইউনিয়নের দুটি ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কানাইঘাট সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন আহমদ এবং সাতবাঁক ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বীরমুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন মারা যাওয়ায় এ দুটি ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হল। উপজেলা নির্বাচন অফিসার (অতিরিক্ত) সৈয়দ কামাল হোসেন জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ আগষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল শেষ দিন, ৩১ আগষ্ট মনোনয়নপত্র বাছাই, ৭ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহার এবং ২১ সেপ্টেম্বর এ দুটি ওয়ার্ডের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।