ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামীলীগ বেশি দিন ক্ষমতায় টিকতে থাকতে পারবে না
কানাইঘাট পৌর বিএনপির সম্মলনে এভোকেট নূরুল হক
কানাইঘাট প্রতিনিধি: সিলেট জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নূরুল হক বলেছেন, ভোটাবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ ক্ষমতায় টিকে থাকার জন্য কালোকানুন তৈরি করে একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে মফস্বলেরও হাজার হাজার নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও কারাবরণ করা হচ্ছ্।ে কিন্তু হামলা, মামলা দিয়ে আওয়ামীলীগ বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তিনি আগামী দিনের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের জন্য বিএনপির নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান। এডভোকেট নূরুল হক গতকাল শনিবার বিকাল ৩টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। পৌর বিএনপির আহবায়ক হাজী ইফজালুর রহমানের সভাপতিত্বে ও বিএনপি নেতা হাজী জসিম উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফ্ফার চৌধুরী, আবুল কাহের শামীম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, আলী আহমদ, আব্দুল মান্নান, কানাইঘাট উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সাংসদ আব্দুল কাহির চৌধুরী, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আশিক উদ্দিন চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চাকসুর আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ মামুন, জেলা ছাত্রদল নেতা মতিউল বারী খোরশেদ প্রমুখ। সম্মলনে জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সম্মেলন পরবর্তী ২য় অধিবেশনে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলরের সরাসরি গোপন ভোটে সভাপতি পদে কাউন্সিলার শরীফুল হক, সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলাম ও নূরুল হোসেন বুলবুল সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারীতে নূরুল হোসেন বুলবুল সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।