সুরমা নদীর পানি বিপদ সীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে কানাইঘাটের নিুাঞ্চল প্লাবিত
কানাইঘাট প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিপাতের ফলে কানাইঘাটের নিুাঞ্চল হাওর এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতির আশংকা করেছেন স্থানীয় কৃষকরা। উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারি বৃষ্টিপাতের ফলে গতকাল কানাইঘাট সুরমা নদীর পানি বিপদ সীমার ৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া সারি, লোভা ও অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, সার্বিক বন্যা পরিস্থিতি মনিটরিং করার জন্য বন্যা নিয়ন্ত্রণ সেল খোলা হয়েছে। সুরমা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হলেও অদ্যাবধি পর্যন্ত উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধে কোন ধরণের ফাঁটলের খবর পাওয়া যায়নি। কোথাও ঘর-বাড়ি পানিতে তলিয়ে যায়নি। ফসলেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তারপরও সার্বিক বিয়ষটি উপজেলা প্রশাসনের উদ্যোগে তদারকী করা হচ্ছে।