তথ্য প্রযুক্তি সেবা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিতে হবে

কানাইঘাটে ডিজিটাল উদ্ভাবনী ও ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধনে সেলিম উদ্দিন এমপি

PIC-1কানাইঘাট প্রতিনিধিঃ জাতীয়পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে জনগণের দোঢ়গোড়ায় সবধরণের সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি দেশকে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে রক্ষা করার জন্য সরকার বৃক্ষরোপনের উপর গুরুত্বারোপ করেছেন। তিনি আরো বলেন, ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মাধ্যমে একদিন আমাদের নতুন প্রজন্মরা দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। সেলিম উদ্দিন এমপি গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী ও ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধন ও র‌্যালী পরবর্তী ইউটিডিসি হলে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক সৈয়দ আবুল কাশেম মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক রফিক আহমদ, আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মাহমুদ হোসেন, জেলা জাপা নেতা মর্তুজা আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান মাষ্টার ফয়জুল ইসলাম। উপস্থিত ছিলেন জাপা নেতা আলাউদ্দিন মামুন, বাবুল আহমদ, কিউএম ফররুখ আহমদ ফারুক, শামীম আহমদ, নাজিম উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা কৃষি অফিস ও বনবিভাগের উদ্যোগে প্রায় ১৫ শতাধিক বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে তুলে দেন। ১ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, কৃষি অফিস, সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংক, একটি বাড়ি একটি খামার প্রকল্পসহ ৯টি ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র ছাড়াও বেশ কয়েকটি স্টল মেলায় অংশ গ্রহণ করে। এছাড়াও তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলায় ২০টির অধিক স্টল অংশ গ্রহণ করে।