নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ আহত
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে পূর্ব বিরুদের জের ধরে প্রতিপক্ষের রোকজন এক বৃদ্ধকে পিটিয়ে গুরুত্বর আহত করেছে । জানা যায় গতকাল সোমবার সকালে পশ্চিম তিমিরপুর গ্রামের করুনা সূত্রধর (৭৫)কে পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের মৃতঃ ইমানী মিয়ার পুত্র আনোয়ার মিয়া,নুরুল হক (বদর),নুরুল আমিন,আলমাছ গংরা বৃদ্ধ করুনা সূত্রধরকে গ্রামের পশ্চিম তিমিরপুর গ্রামের পশ্চিম হাওরে ঘাস কাটা থেকে আসার পথে তার উপর হামলা চালায়। এতে সে গুরুত্বর আহত হয় । সাথে সাথে তাকে গ্রামের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্্র নিয়ে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত করুনা সূত্রধর জানান, পূর্ব বিরুদের জের ধরে তার উপরে এ আক্রমন করা হয়েছে এবং পূর্বে তাদের সাথে মামলা মোক্কদমা রয়েছে।