জয় দিয়ে সিলেট পর্বের খেলা শেষ করলো নিউজিল্যান্ড
সুরমা টাইমস স্পোর্টসঃ জয় দিয়ে সিলেট পর্বের খেলা শেষ করলো নিউজিল্যান্ডের মেয়েরা। কাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুজি ও রাচেল প্রিয়েস্টের ঝড়ো ইসিংসের সুবাদে এক ওভার বাকি থাকতে লঙ্কানদের দেওয়া লক্ষে পৌছায় তারা।
দুপুরে টস জিতে ব্যাট করতে নেমে ইয়াসোধা চামারি আতাপাত্তু ও মেন্ডিসের কল্যানে সাত উইকেটে ১৩১ রান তোলে শ্রীলঙ্কা। ওপেনার ইয়াসোধা ৩৫ বল খেলে ছয় চার ও দুই ছয়ে ৪৫ রান করে দলীয় ৬৫ রানে আউট হন। ৪৪ বলে পাঁচটি বাউন্ডারিতে দলীয় সেরা ৪৬ রানের ইনিংস খেলেন চামারি আতাপাত্তু। ফলে শ্রীলঙ্কার ইনিংস থামে সাত উইকেটে ১৩১ রানে।
নিউজিল্যান্ডের বোলার নিকোলা ব্রাউন দুটি ও সোফি ডিভাইন, ফ্রাঙ্কেস ম্যাককে, ফেলিসিটি লেইডন-ডেভিস ও সুজি একটি করে উইকেট নেন। জবারে ব্যাট করতে নেমে ওভারের পঞ্চম বলে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অধিনায়কের ব্যাটে ভর করে জয়ের সহজ পথ দেখে তারা। দলীয় ৭৩ রানে সুজি ইনিংস সর্বোচ্চ ৪৫ রানে আউট হন। ৩১ বলে সাত চারে সাজানো ছিলো তার ইনিংস। পরে রাচেল ৩২ বলে ছয় চারে ৪২ রানে অপরাজিত থেকে ঝড় তুলে জয়কে আরও ত্বরান্বিত করেন।