প্রথম আলো রিপোর্টার রিমান্ডে, ঘুষ দিতে গিয়ে মামা আটক
সুরমা টাইমস ডেস্কঃ ভাগ্নের মামলায় পুলিশের কাছ থেকে সুবিধা নিতে ঘুষ দিতে গিয়ে মামা বিভাষ চন্দ্র বিশ্বাস (৬৭) কে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। তিনি প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালার মামা ও গোপালগঞ্জ জেলার সদর উপজেলার পাটকেলবাড়ীর বাসিন্দা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান , যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত পান্না বালার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ওই মামলায় পুলিশের কাছ থেকে সুবিধা নিতে তিনি মামলার তদন্তকারী কর্মকর্তাকে এসআই মাসুদ রানাকে ৩০ হাজার টাকা ঘুষ দিতে থানায় আসলে টাকাসহ তাকে হাতে নাতে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১ আগস্ট স্ত্রী জয়ন্তী সরকারের (৩৭) গলায় রশি বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। ওই দিনই জয়ন্তীর বড় ভাই মনোজ সরকার বাদী হয়ে কোতয়ালী থানায় যৌতুকের কারণে হত্যার অভিযোগ এনে মামলা করেন। সেদিন রাতেই পুলিশ পান্না বালাকে আটক করে। আদালত গত ১৩ আগষ্ট মামলার জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে ।