নরেন্দ্র মোদি মানসিক রোগী!
ডেস্ক রিপোর্টঃ মহারাষ্ট্রের এক কৃষকের আত্মহত্যা নিয়ে সমালোচনা মুখর হয়ে উঠেছিলেন নরেন্দ্র মোদী। তারই জবাব দিতে গিয়ে শারদ পাওয়ার মোদিকে মানসিক রোগী বলে কটাক্ষ করলেন। সঙ্গে এই বর্ষীয়ান কেন্দ্রীয় মন্ত্রী বললেন, মোদি যেভাবে উল্টোপাল্টা বলছেন তাতে ওঁকে চিকিত্সার জন্য মানসিক হাসপাতালে ভর্তি করা উচিত। তিনি মোদিকে দেশের জন্য বিপদজ্জনক হিসাবে আখ্যায়িত করেন।
বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দেয়ার জবাবে শাদর পাওয়ার বলেন, আসলে মোদি জানেনই না কংগ্রেস নেতাদের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদান,সংগ্রাম আর অবদানের কথা।
মোদির `কংগ্রেস মুক্ত ভারতের` স্লোগানের বিরুদ্ধে পাওয়ার বলছেন, কংগ্রেসের মতাদর্শের জন্যই আমরা স্বাধীনতা পেয়েছি। সঙ্গে মোদিকে গুজরাত হিংসা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি পাওয়ার।