এমসি কলেজে ছাত্রলীগকে মারধর করল ছাত্রলীগ
সুরমা টাইমস ডেস্কঃ এমসি কলেজে গ্র“পিংকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের বহিস্কৃত সভাপতি পঙ্কজ পুরকায়স্থ গ্রু“পের সুমন শীল কে মারধর করেছে রঞ্জিত গ্রু“পের নেতা কর্মীরা।গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টায় কলেজ ক্যাম্পাসের শহীদ মিনারে সামনে এই ঘটনা ঘটে। আহত ছাত্রলীগ কর্মী সুমন শীল কে নগরীর একটি প্রইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এমসি কলেজের ডিগ্রী ২য় বর্ষে ছাত্র।
কলেজের সূএেজানা যায় ,সুমন শীল কলেজে ছোট বোনের ডিগ্রী ভর্তি রিলিজ স্লীপের আবেদন করার কার্যক্রম শেষে করে একা বাসায় ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা রঞ্জিত গ্র“পের ছাত্রলীগ কর্মী কালা সৌরভ,প্রীতম,রাশেদ,সাইফুল ,গাজা টিটু,মানিক সহ বেশ কয়েক জন ছাত্রলীগ কর্মী দেশী অস্ত্র নিয়ে তার ওপর হামলা করেন। তবে ঘন্টা খানিক পরে পঙ্কজ গ্র“পের নেতা কর্মীরা একত্রিত হয়ে টিলাগড়ের গোপল টিলায় এসে কালা সৌরভ ,প্রীতম ,সহ কয়েকজন ছাত্রলীগ কর্মীকে ধাওয়া দেয়।এ ব্যাপারে ছাত্রলীগ কর্মী সুমন শীলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ করে বলেন, আমার বোনের ভর্তি কার্যক্রম শেষ করে যখন আমি বাসা ফিরছিলাম তখন আমার ওপর দেশী অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে হামলা করে রঞ্জিত গ্র“পের ১০-১৫ জন ছাত্রলীগ নেতা কর্মীরা। এ সময় সাইফুল ,গাজা টিটু আমার মোবাইল ও ভর্তির টাকা পয়সা ছিনতাই করে নেন।