৬ মাসের শিশুপুত্রের পেটে আরেক শিশু February 14, 2014 ঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছয় মাসের এক শিশু পুত্রের পেট থেকে একটি শিশু বের করা হয়েছে। বৃহস্পতিবার ডা. অধ্যাপক শফিকুল ইসলাম সফল অপারেশন করে শোয়েব নামে ওই শিশুপুত্রটির পেট থেকে অপর শিশুটি বের করেন।