ইউনিভার্সিটির ছাত্র খালেদ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক ২
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ছাত্র খালেদ আহমদ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- জকিগঞ্জের মুমিত আল মাহমুদ ও বিয়ানীবাজার ঢাকা উত্তর গ্রামের গৌছ উদ্দিন।
শনিবার বিয়ানীবাজার থানা পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদেরকে আদালতে ১৫৪ ধারায় চালান দেয়া হয় ।
প্রসঙ্গত, গত ২১ জুলাই সকালে সিলেট নগরীর করিম উল্যাহ মার্কেটে একটি ল্যাপটপ বিক্রি করতে আসেন খালেদ ও তার খালাতো ভাই জহিরুল ইসলাম জহির। বিয়ানীবাজারের রামধা বাজার চন্দ্রগ্রামের রাশেদ নামের এক যুবক ল্যাপটপ ক্রয়ের কথা বলে তাদেরকে মোটর সাইকেলযোগে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। বাড়িতে তাদেরকে অবরুদ্ধ করে খালেদ ও জহিরের মুখে স্কচট্যাপ, চোখে কাপড় ও হাত-পা বেঁধে মারধর করে রাশেদ ও তার সহযোগীরা। পওে গতকাল ফেঞ্জুগজ উপজেলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।