সংকট নিরসনে দুই নেত্রীর কাছে সিলেটের ব্যবসায়ীদের আবেদন

sylhet Chamber 14-02-2015সুরমা টাইমস ডেস্কঃ চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতি নিয়ে দুই নেত্রীর কাছে আকুল আবেদন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। আজ শনিবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্খ কাকলী শপিং সেন্টারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ আবেদন জানান তারা। সংবাদ সম্মেলনে তারা বলেন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা ক্ষুদ্র ব্যবসায়িরা খুবই হতাশ। আমরাও বিভিন্ন ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা থেকে ২/৩ কোটি টাকা পর্যন্ত ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছি। দেশের বড় বড় ব্যবসায়িরা শত শত কোটি টাকা ব্যাং ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন। এমতবস্থায় আমরা লক্ষ্য করছি যে, দেশের চলমান পরিস্থিতির উপর বড় বড় শীর্ষ ব্যবসায়ির তাদের শত শত কোটি টাকার ব্যাংক ঋণ এর সুদ মওকুফ এর জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছেন। অথচ আমরা ক্ষুদ্র ব্যবসায়িদের কথা কেউ ভাবছেন না। তারা ব্যাংক ঋণ এর সুদ মওকুফের জন্য সরকারের নিকট জোর দাবি জানান।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ আহবায়ক কমিটি
আহবায়ক চন্দন সাহা, যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন, আব্দুর রকিব সিকদার, আলাউদ্দিন আলো, আক্তার আহমদ সোহেল, সদস্য সচিব নাজমুল হক, যুগ্ম সচিব আব্দুল রহমান রিপন। জেলা সাংগঠনিক সম্পাদক এইচ. এম তফাদার রুহেল। সদস্য আব্দুল মুনিম মল্লিক মুন্না, সামছুদ্দীন সামছু, খসরুজ্জামান, লোকমান আহমদ, আব্দুল হাদী পাভেল, মোস্তফা মেহেদী হাসান খান, শেখ মুরাদ আহমদ, আব্দুল লতিফ, স্বপ্না আক্তার, রিয়াজুল হাসান রুহেল, জেলার উপদেষ্টা আলহাজ্ব মতছির আলী।