দিরাইয়ে চলছে দু’টি সড়কে ধর্মঘট, জন দূর্ভোগ চরমে
জুবের সরদার দিগন্ত: দিরাই-শ্যামারচর ও কর্ণগাও- গচিয়া এ দুটি সড়ক সংস্কারের দাবীতে চারটি শ্যমিক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে, গতকাল রোববার থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। উপজেলা এলজিইডি সূত্রে জানা যয়, দিরাই থানা পয়েন্ট থেকে শ্যামারচর বাজার পর্যন্ত ২১ কিলোমিটার সড়কের ৮ কিলো মিটার দিরাই পৌর শহরে ও ১৩ কিলো মিটার উপজেলার চরনারচর, সরমঙ্গল, রাজানগর ও শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে অবস্থিত। ধর্মঘট চলাকালে দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই রাস্থায় সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এতে বাড়ছে জন দূর্ভোগ রন্নারচর গ্রামের কল্পনা রানী বলেন, আমাদের থেকে বাড়ি থেকে গাড়ি দিয়ে দিরাই যেতে সময় লাগে ২০-২৫ মিনিট আমি প্রায় ২ ঘন্টা হেটে চলছি একন পর্যন্ত অর্ধেক রাস্থাও যেতে পাড়িনি। পচন্ড রোদে ছোট বাচ্ছা নিয়ে হাটতে ভীষন কষ্ট হচ্ছে। এভাবেই কষ্টের কথা জানালেন হরনগরের আমেনা বেগম ও ফাতেমা নগরের ইকবাল মিয়া ও কদমতলীর কল্পনা বেগম তারা বলেন রোযারেখে এই প্রচন্ড রোদে হাটতে কুব কষ্ট হচ্ছে আগে জানলে আজ বাড়ি থেকে বের হতাম না। শ্রমিক নেতা সবুজ মিয়া, কফিল উদ্দিন ও দুলাল মিয়া জানান, দিরাই-শ্রামারচর সড়ক ও নতুন কর্ণগাও-গচিয়া সড়ক অতি সত্তর সংস্কেিরর দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। কতৃপক্ষেও কোনো আশ্বাস না পেলে আজ ইফতারের পর বসে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দিরাই উপজেরা প্রকৌশলী মোহাম্মদ ইফতেখার হোসেন রাস্থার বেহান দশার কথা স্বীকার করে বলেন, এ সড়ক সংস্কারের জন্য সাত কোটি টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট ঠিকাদার বর্ষার কারনে কাজ করতে পারছেন না। ১৫-২০ দিনের মধ্যেই কাজের অগ্রগতির ফলা ফল দেখা যাবে বলে তিনি জানান।