ফিলিস্তিনে কাঁদছে মানবতা
জুবের সরদার দিগন্ত, দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: অন্যায় ভাবে ফিলিস্তিনের নীরিহ মুসলমানদের নির্বিচারে গণহত্যা করা হেেচ্ছ। ইহুদীদের এ অন্যায়ের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে। ফিলিস্তিনে আজ নিরবে কাঁদছে মানবতা। গতকাল বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ দিরাই উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। উপজেলা আহবায়ক আশরাফ আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুফতি সোলামায়ন হাসান কামরুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সদস্য সচিব মাও. শহিদুল ইসলাম, বক্তব্য রাখেন দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, মাও. নুর উদ্দিন, মাও. আজিজুর রহমান, মাও. তোফায়েল আহমদ, মাও. অলিদ আহমদ, মাও. জহিরুল ইসলাম, মাও. আব্দুল মোক্তাদির, মাহমুদুল হাসান সুয়েব, সুহেল আহমদ প্রমুখ।