বালাগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী।বালাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ও সিমান্তিক নতুনদিনের যৌথ আয়োজনে ‘তারুণ্যে বিনিয়োগ, আগামীর উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান। সভার শুরুতে শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা বেগম।