তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা খুন
কামাল হোসেন,তাহিরপুর: সুনামগঞ্জের তাহিরপুরে বাড়ির সীমানা র্নিধারনের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা মহিলা খুন হয়েছে। এঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিনের পাঠাবুকা গ্রামে। নিহতের নাম ফুলেনুর বিবি (৫৫)। সে পাঠাবুকা গ্রামের শাহাব উদ্দিনের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বাড়ির সীমানা নিয়ে র্দীঘদিন যাবৎ পাঠাবুকা গ্রামের জিয়া উদ্দিন মেম্বারের সাথে ফুলেনুর বিবির স্বামী (শাহাব উদ্দিনের) বিরোধ চলে আসছিল। এরইজের ধরে গতকাল শুক্রবার দিবাগতরাত সাড়ে ৮ টার সময় তাদের দুজনের মধ্যে কথা কাটকাটির এক পর্যায়ে জিয়া উদ্দিনের লোকজন দারালু অস্ত্র দিয়ে শাহাব উদ্দিনের স্ত্রী ফুলেনুর বিবির মাথায় আঘাত করলে ঘটনার স্থলেই তিনি মারা যায়। এব্যপারে তাহিরপুর থানা ওসি আনিছুর রহমান খান বলেন, পুলিশ আজ( শনিবার) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। তবে এখনো মামলা হয়নি, মামলার প্রস্তুতি চলছে।