ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ আটক ৪
ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া বাজারে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে কামাল (৩৫) নামের এক ব্যক্তি নিহত ও চার জন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। গুরুতর আহত কাওছার (৩০), ফুল মিয়া (২৬), মাছুম (২৭) ও আবুল খায়েরকে (৫০) কে ছাতক উপজেলা স্থাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি গ্রামের কামাল মিয়া ও একই ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জুবেদ আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রাত সাড়ে ৮ টার দিকে মোল্লাপাড়া বাজারে উভয় পক্ষের লোক জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের কামালসহ ৫জন আহত হন।
গুরুতর আহত অবস্তায় কামালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১০টার দিকে তিনি মারা যান। সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুণ অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ চার জনকে আটক করেছে।