সিলেটে রথযাত্রা উৎসব শুরু : পূণ্যার্থীদের ঢল
সুরমা টাইমস রিপোর্টঃ সনাতন ধর্মালম্বীদের ঐহিত্যবাহী ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রোববার পালিত হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা এ রথ উৎসবে বিকেলে নগরীতে শতাধিক নারী-পুরুষরা র্যালী সহকারে রথযাত্রায় অংশ নেন। হরে কৃষ্ণ হরে রাম শ্লোগানে মুখরিত করে তুলেন নগরীর অলিগলি।
রোববার দুপুর থেকে নগরীর রিকাবীবাজার পয়েন্টে জড়ো হন বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মালম্বী রথ ভক্তরা। সেখানে তারা পূজা আর্”নায় অংশ নেন। পূণ্যার্থীরা দেব-দেবীকে প্রণাম নিবেদনের পাশাপাশি বিশ্ব শান্তি কামনা করেন। সন্ধ্যায় রথ ফিরিয়ে নেওয়ার জন্য যার যার মন্দিরে শোভাযাত্রা সহকারে রওয়ানা করেন পুণ্যার্থীরা। এসময় তারা হরে কৃষ্ণ হরে রামসহ নানা ধর্মীয় গানে মুখরিত করে তুলেন নগরীর অলিগলি। এসময় তারা রাস্তার দু’পাশে দাঁড়ানো শুভাকাংখিদের মধ্যে কলা, তিলুসহ নানা খাদ্য সামগ্রী বিতরন করেন। এ রথযাত্রা গন্ডিচা মন্দিরে ৯ দিন অবস্থান করে আবার পুরীধামে ফিরে আসবে। উল্লেখ্য, প্রতিবছর আষাঢ় মাসের এমন দিনে সনাতন ধর্মালম্বীরা রথযাত্রা পালন করে আসছে যুগ যুগ ধরে।