সিলেট নবগঠিত ছাত্রদলকে সেল্টার দিলেন সেচ্ছাসেবক দলের নেতারা

Chhatrodol 27-09-2014সুরমা টাইমস রিপোর্টঃ বিএনপি বা যুবদল নয় সেচ্চাসেবক দলের সেল্টার নিয়ে নগরীতে মিছিল করার চেষ্টা করলেন নবগঠিত ছাত্রদলের এক অংশ। সদ্য সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি ঘোষনার পর ছাত্রদলের বড় একটি বিদ্রোহ ঘোষনা করে। নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অবাঞ্চিত ঘোষনা করে। নবগঠিত কমিটি একধিক বার নগরীতে মিছিল করার চেষ্টা করলে বিদ্রোহীদের ধাওয়া মাঠে কেউ ঠিকে থাকতে পারেননি। তারা পুরো মাঠ দখলে রাখেন। পরে বৃহস্পিতিবার রাতে নবগঠিত কমিটির মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ তার নিজ বাড়ি দক্ষিন সুরমা থানার মোল্লার গাও ইনিয়নের খালপার গ্রামে গোপন বৈটক করেন। এবং শুক্রবার রাতে সিলেট মহানগরের সেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয়ে এসে নবগঠিত কমিটির প্রথম সভা করেন। সভায় সিদ্ধান্ত হয় সিলেট রেজিষ্ট্রারী মাঠ থেকে শনিবার বিকাল ৩ টায় বিএনপি নেতৃত্ববৃন্দ ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার,জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদের মুক্তি দাবিতে এবং নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করার। তাই এ ব্যাপারে সেচ্ছাসেবক দলের নেতা এডভোকেট শামসুজ্জামানের সাথে লন্ডনে ফোনে যোগাযোগ করেন নবগঠিত নেতৃবৃন্দরা। তাদের মিছিল করার সংবাদ বিদ্রোহীদের কাছে পৌছলে তারাও একই স্থানে মিছিল করার সিদ্ধান্ত নেন। উভয় পক্ষের একই স্থানে মিছিল করার সিদ্ধান্ত হওয়া, পুলিশ শুক্রবার রাত থেকে রেজিষ্টারী মাঠ সহ নগরীতে নিরাপত্তা জোর ধার করে। পরদিন শনিবার বিকাল ৩ টায় সেচ্ছাসেবক দলের অস্থায়ী কার্যালয় থেকে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার নেতৃত্বতে মিছিল বের করার চেষ্টা করা হয়।এদিকে মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ মিছিল নিয়ে রেজিষ্টারী মাঠ থেকে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ গুলি করে ছত্র ভঙ্গ করে দেয় নেতা কর্মীদেরকে । তাদের মিছিলের খবর পেয়ে বিদ্রোহীরা কুমার পাড়া সিলেট মেয়র আরিফুল হকের বাস ভবনের সামন থেকে মিছিল নিয়ে আসতে চাইলে জিন্দাবাজারে পুলিশের বাধার সম্মুখীন হন। এ সময় বিদ্রোহীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চারদিকে আতঙ্ক সুষ্টি করেন।