বিশ্বনাথে ১২০ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধিঃ আসন্ন রমজান উপলক্ষে গতকাল শনিবার দুস্থঃ অসহায় ৭টি গ্রামের ১২০ পরিবারের সদস্যদের মধ্যে বিশ্বনাথে সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। তাদের কে দেয়া হয়েছে ইফতারের জন্য ছোলা, ডাল, চিনি, খেজুর, তৈল। দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামউদ্দিন, শিক্ষানুরাগী আব্দুল জলিল রবান, আখলাকুর রহমান, এমদাদুর রহমান, আব্দুর রউফ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, শিক্ষানুরাগী মিষ্ঠার লাল মিয়া, রিদুয়ান আলী টিপু, ইমরোজ আলী, আমিনুর রহমান জাহেদ, আশফাকুর রহমান ওয়েছ প্রমুখ। সরুয়ালা, পশ্চিম শ্বাসরাম, পূর্ব শ্বাসরাম, দন্ডপানিপুর, ইকবালপুর, ধীতপুর, একাভীম গ্রামের অসহায় ও দুস্থ মহিলা পুরুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়েছে।