আদালতপাড়ায় আইনজীবী সহকারীকে পিটিয়ে আহত করলো পুলিশ
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেটে আদালত পাড়ায় বুধবার দুপুরে প্রকাশ্যে এক আইনজীবী সহকারীকে পিটিয়ে আহত করায় এক পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করে আইনজীবী সমিতি।প্রত্যদর্শীরা জানান, বুধবার দুপুরে মহানগর মুখ্য হাকিম তৃতীয় আদালতে অ্যাডভোকেট এনাম উদ্দিনের সাথে দেখা করতে যান লায়েক আহমদ। এসময় এজলাসে বিচারক উপস্থিত ছিলেন। আইনজীবীর সাথে দেখা করতে দরজায় দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল মাজহারুল ইসলামকে অনুরোধ করেন লায়েক আহমদ। একাধিকবার অনুরোধ করায় বিরক্ত হয়ে উঠেন কনস্টেবল মাজহারুল। এক পর্যায়ে ওই আইনজীবী সহকারীকে মুখে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন তিনি। রক্তাক্ত হওয়ার পরও বেধড়ক পিটিয়ে আহত করেন লায়েক আহমদকে। এক পর্যায়ে ওই ঘটনা আদালপাড়া খবর ছড়িয়ে পড়লে আইনজীবী সহকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। তাৎণিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং লায়েক আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।
আইনজীবী সহকারী সমিতির সভাপতি আফজল হোসেন জানান-আইনজীবী সহকারীর উপর হামলার ঘটনায় তারা তিন দফা দাবি জানিয়েছেন। এর মধ্যে অভিযুক্ত কনস্টেবলকে প্রত্যাহার, এজলাসে সহকারীদের প্রবেশাধিকার নিশ্চিত ও আদালতপাড়ায় ভালো পুলিশ মোতায়েন করার দাবি জানান। যাতে এ ধরনের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। তাদের দাবির প্রেক্ষিতে আইনজীবী সমিতির সভাপতি রুহুল আনাম মিন্টু পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করায় ওই কনস্টেবলকে তাৎণিক প্রত্যাহার নেওয়া হয়।