বিশ্বনাথে বিএনপি নেতা আব্দুল গণি’র ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি এম.এ সত্তারের পিতা বিএনপি নেতা আবদুল গণি (৭০) আর নেই। তিনি গতকাল বুধবার সকাল ৭টায় নিজ বাড়ি আমতৈল গ্রামের ইন্তেকাল করেন। (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৫ মেয়ে সহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ যোহর মরহুমের জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান আহমদ নুর উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন চেয়ারম্যান, সদস্য লিলু মিয়া চেয়ারম্যান, আবদুল হাই, বশির আহমদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী,সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মানুষ।
এদিকে,বিএনপি নেতা আবদুল গণির মৃত্যুত্বে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছে। তারা এক বার্তা মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।