আনুষ্ঠানিকভাবে মালনীছড়া খনন কাজের উদ্বোধন
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর ১নং ওয়ার্ডে মালনীছড়া খনন কাজ শুরু হয়েছে। বুধবার বিকেলে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী আনুষ্ঠানিকভাবে মালনীছড়া খনন কাজের উদ্বোধন করেন।
দর্শন দেউড়ি এলাকায় ছড়া খননের কাজ উদ্বোধন করে মেয়র বলেন, আগে অল্প বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতো। এখন ভারী বর্ষনে জলাবদ্ধতা হয়না। ছড়া খাল খনন কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র আরিফুল হক।
এদিকে, ১ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী বলেন, হযরত শাহজালাল (রহ.) এর স্মৃতি বিজড়িত ১ নং ওয়ার্ড সাজানোর কাজ চলছে। ছড়া খনন করে গার্ড ওয়াল নির্মাণ করা হবে। ছড়া খনন কাজ উদ্বোধনের সময় সংরক্ষিত মহিলা কান্সিলর কুহিনুর ইয়াসমিন ঝর্ণাসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।