চালক খুনের ঘটনায় বিশ্বনাথে হত্যা মামলা
বিশ্বনাথ প্রতিনিধিঃ অটোরিসকা চালক স্বপন জাহাঙ্গীর খুনের ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা করেছেন নিহতের ভাই রিসকা চালক আলমগীর। গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা আসামী করে ওই হত্যা মামলা করেন। যার নং ৪। তারিখ ৫-৬-১৪ইং। ধারা ৩০২/ ৩৭৯/৩৪ দঃবি।
উল্লেখ্য, গত বুধবার রাতে অটোরিসকা’র চালক স্বপন জাহাঙ্গীর কে হত্যা করে গাড়ি ছিনিয়ে নিয়ে যায় দূ®কৃতিকারীরা। বৃহস্পতিবার ওই হতভাগা অটোরিসকা চালক স্বপন জাহাঙ্গীর (২৮) এর লাশ বিশ্বনাথ-টুকেরকান্দি-লালাবাজার সড়কের টুকেরকান্দি গ্রাম থেকে উদ্ধার করে বিশ্বনাথ থানা পুলিশ। অটোরিকসা চালক স্বপন জাহাঙ্গীর (২৮)। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আলোনিয়া গ্রামের ইমানুল হকের ছেলে। নিহত স্বপন জাহাঙ্গীরের পরিবার সিলেট নগরের চৌকিদিঘীতে প্রায় ১৬-১৭ বছর ধরে ধরে ১নং গলির নুরজাহান ভিলায় বসবাস করে আসছিল।