দু’বোনকে গণধর্ষণের মূলহোতা জয়নুলের ৭ দিনের রিমান্ড আবেদন
সুরমা টাইমসঃ বিয়ানীবাজারে সদ্য এসএসসি উত্তীর্ণ দুই বোনকে গণধর্ষণের মামলার মূলহোতা লম্পট জয়নুলের ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ। বুধবার সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের দেউলগ্রামে জনতার হাতে আটক হয় জয়নুল। ক্ষুব্ধ জনতা তাকে গণধোলাই দিয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদ আলীকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জয়নুলকে আটকের বিষয়টি বিয়ানীবাজার থানাকে অবহিত করেন।
বিয়ানীবাজার থানার ওসি আবুল কালাম জয়নুলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানালে আদালত পরবর্তীতে রিমান্ড শুনানীর দিন ধার্য করেন।
প্রসঙ্গত গত ২৫ মে ভোররাতে চারখাই ইউনিয়নের হাজরাপড়া গ্রামে মা-বাবাকে বেঁধে সদ্য এসএসসি উত্তীর্ণ দুই বোনকে গণধর্ষণ করে কয়েকজন লম্পট। পুলিশ ইতোমধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে দু’জন আদালতে ১৬৪ দারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।