জগৎজ্যোতি হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইবুনালে
সুরমা টাইমস রিপোর্টঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিকে সিলেটের যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অগ্রগতি জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে সংসদীয় কমিটির সভায় সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম উপস্থিত হয়ে মামলাগুলোর অগ্রগতি তুলে ধরেন। ওই সভায় জামায়াত-শিবির ক্যাডারদের হাতে নিহত ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জগৎজ্যোতি তালুকদার খুনের ঘটনায় দায়েরকৃত মামলার কার্যক্রম দ্রুত বিচার আইনে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হয়।
জগৎজ্যোতি হত্যাকান্ড ছাড়া চাঞ্চল্যকর অন্য মামলাগুলো হলো- মদন মোহন কলেজ ছাত্রলীগের সভাপতি অরুণ দেবনাথ সাগর, পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি সৈকত চন্দ্র রিমি, শাবি ছাত্রলীগের সহ সভাপতি অঞ্জন রায় ও যুবলীগ নেতা দুলালের উপর হামলা। এসব ঘটনার জন্য জামায়াত-শিবির নেতাকর্মীদের দায়ি করে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছিল।
সিলেট জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান- বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, স্থায়ী কমিটির সদস্য শামসুল হক টুকু, অ্যাডভোকেট সাহারা খাতুন, আবদুল মজিদ খান প্রমুখ।
সভায় এডিশনাল পিপি জানান- আলোচিত ৫টি মামলার মধ্যে কেবলমাত্র পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রলীগের সভাপতি সৈকত চন্দ্র রিমির উপর দায়েরকৃত মামলার চার্জসিট এখনো আদালতে দাখিল হয়নি। দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মামলাটির তদন্ত চলছে। বাকি ৪টি মামলার চার্জসিট আদালতে দাখিল হয়েছে।
এডিশনাল পিপি সাবেক ছাত্রলীগ নেতা জগৎজ্যোতি তালুকদারের মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তির সুপারিশ করেন। তার সুপারিশের প্রেক্ষিতে সংসদীয় কমিটি আলোচনা শেষে মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তির সিদ্ধান্ত নেন।
প্রসঙ্গত, এই পাঁচটি মামলার অগ্রগতি সম্পর্কে সংসদীয় স্থায়ী কমিটিকে অবগত করতে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা ও জজ আদালতের পিপিকে নির্দেশ দেন। গত ২৯ এপ্রিল সংসদীয় কমিটিতে মামলার অগ্রগতির প্রতিবেদন দাখিলের কথা ছিল। পরে তারিখ একমাস পিছিয়ে ২৯ মে নির্ধারণ করা হয়। সংসদীয় কমিটির ওই নির্দেশের প্রেক্ষিতে জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে এডিশনাল পিপি শামসুল ইসলাম উপস্থিত হয়ে মামলার অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবগত করেন।