নগরীতে নাট্যকর্মীদের সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয় : আটক ৪
সুরমা টাইমস রিপোর্টঃ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কুয়ারপার গরম দেওয়ান মাজার সংলগ্ন ভিআইপি সড়কে নাট্যকার আলী যাকেরের নাগরিক নাট্য সম্প্রদায়ের সদস্য আরিফ হোসেন জাবেদ, সুজন ও দেলোয়ার ছিনতাইয়ের শিকার হন। ৩টি মোটর সাইকেলযোগে ৬ জন ছিনতাইকারী তাদের বহনকারী ইজিবাইকের গতিরোধ করে অস্ত্রের মুখে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে দুই সহোদরসহ চার যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে নগরীর কুয়ারপার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে – নগরীর খুলিয়াপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে আবুল কালাম (২৬) ও মাসুদ আহমদ (২২), একই এলাকার সিরাজ মিয়ার ছেলে শেকিল আহমদ (২৪) এবং সুনামগঞ্জের সদরের পাইকপাড়া গ্রামের তাহের মিয়ার ছেলে জাফর আহমদ (২৫)।
কোতোয়ালি থানাধীন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রকিবুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় পৃথক পৃথক অভিযানে চারজনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।