মাছ বিক্রি করে খরচ চালাচ্ছে আইএস!
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস অর্থনৈতিকভাবে বেশ সমস্যায় পড়েছে। তাদের নিয়ন্ত্রণে থাকা তেলক্ষেত্র হাতছাড়া হয়ে যাওয়ায় এই সমস্যা পড়ে জঙ্গি সংগঠনটি। তবে অন্যভাবে সামলে নিচ্ছে এই ধাক্কা। হ্রদসমৃদ্ধ উত্তর ইরাকে মাছ বিক্রি করে তারা এখন নিজেদের খরচ মেটাচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
মাছ বিক্রি করে গত এক মাসে আইএস মুনাফা করেছে প্রায় মিলিয়ন ডলার! কিন্তু হঠাৎ কেন মাছ বিক্রি করতে বাধ্য হলো এই জঙ্গিরা? খবর বলছে, এই মুহূর্তে ইরাকে সামান্য হলেও বেকায়দায় পড়েছে জঙ্গিরা। ইউএস-বাহিনীর কাছে ধাক্কা খেয়ে কিছুটা হলেও কোণঠাসা হয়েছে তারা। মার খেয়েছে তাদের এতো দিনের তেল বিক্রি করে দলের খরচ তোলার রাস্তাও। অতএব, উপায় না দেখে মাছ বিক্রি, গাড়ি বিক্রি- এসবের পথে এগোচ্ছে তারা।
জানা গিয়েছে, এই সময়ে উত্তর ইরাকের অনেকটাই নিজেদের দখলে রাখতে পেরেছে আইএস। ওই অঞ্চলে প্রচুর হ্রদ রয়েছে, যার মাছ বিক্রি করে বরাবরই মোটা মুনাফার মুখ দেখতেন ব্যবসায়ীরা। সেগুলোকেই এখন কাজে লাগাচ্ছে আন্তর্জাতিক এই জঙ্গি গোষ্ঠী।