এয়ার এশিয়ার ৪০ যাত্রীর মৃতদেহ উদ্ধার

air asiaসুরমা টাইমস ডেস্কঃ ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল জাভা সাগরে কিছু বস্তু ভাসতে দেখেছেন যেটা হারিয়ে যাওয়া বিমানের ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ওই বিমানের ৪০ যাত্রীর মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার বরনো দ্বীপের জাভা সাগরে বিমানের বস্তু ‘সদৃশ’ অনেক কিছু ভাসতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। দেশটির এয়ার ফোর্সের কর্মকর্তা অগাস দুই পুতরান্তো মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন। তিনি বলেন, বিমানটির রাডারের সঙ্গে সর্বশেষ যোগাযোগের স্থান থেকে ১০ কিলোমিটার দূরে ১০টি ‘ধ্বংসাবশেষ’ পাওয়া গেছে। এছাড়া সাদা রঙের ছোট ছোট আরো কয়েকটি ‘বস্তু’ পাওয়ার কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে অগাস বলেন, আমরা জরুরি স্লাইড, প্লেনের দরজা ও চারকোণাকৃতির একটি বক্সের ছবি শনাক্ত করেছি। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার অভিযান দলের মুখপাত্র ইউসুফ লতিফ জানান, উদ্ধারকৃত ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠান হয়েছে। পরীক্ষার ফলাফল হাতে আাসার আগে নিশ্চিত করে কিছু বলা যাবে না।