অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সিলেট আসছেন
জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান সিলেটে আসছেন। রবিবার বিকেলে রেলপথে রাজধানীর কমলাপুর রেলষ্টেশন থেকে রওয়ানা হয়ে রাতে দক্ষিন সুনামগঞ্জের ডুংরিয়া গ্রামে রাত্রি যাপন করবেন। সোমবার সকাল ৯টায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক এর সিআইডিডি প্রকল্পের এ্যাডভোকেসি সভায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে যোগদান। বিকলে তিনটায় পরিসংখ্যান বিভাগের এনএসডিএস ও জিওকোড সংক্রান্ত পরার্মশক সভায় যোগদান। মঙ্গলবার সুনামগঞ্জ জেলা প্রশাসক সন্মেলন কক্ষে পরিসংখ্যান বিভাগের সেনসাস কমিউনিটি রিপোর্টের আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠানে যোগদান। সকাল ১১টায় দক্ষিন সুনামগঞ্জের সাবরেজিষ্টার অফিস উদ্বোধন, দুপুর ১২টায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের বাজেট অনুষ্টানে যোগদান করবেন। বুধবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদের বাজেট অনুষ্ঠানে যোগদান। দুপুর তিন টায় জগন্নাথপুরের কেশবপুরে পল্লী বিদ্যুতের সাবষ্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। রাত আটটায় সিলেট জেলা পরিষদ মিলানায়তনে জগন্নাথপুর সমিতির নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন। রাত ১০টায় ঢাকার উদ্যেশে সিলেট ত্যাগ করবেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ মিজানুল হক চৌধুরী মন্ত্রীর কর্মসূচীর সত্যতা নিশ্চিত করেছেন।