জকিগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা
জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী ও তার স্বামী সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল গতকাল শনিবার দুপুরে শাহগলী বাজারে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসী হামলায় স্বামী স্ত্রী আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল জানান, বারহাল ইউনিয়নের খিলোগ্রামের মাসুক আহমদ, শিপু আহমদ, টিপু আহমদ, মিটু আহমদ ও তাদের সহযোগিরা চাঁদা দাবী করে শাহগলী বাসষ্টেন্ডে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালে তারা আহত হন। এসময় ৩টি দোকান, অফিস ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাংচুর করে সন্ত্রাসীরা। পরে ব্যবসায়ীসহ স্থানীয় লোকজন সন্ত্রাসীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।