এবার পিসিবির প্রধান হতে চান জহির আব্বাস

3স্পোর্টস ডেস্ক :: তিনি আইসিসি প্রেসিডেন্ট। তবে পাকিস্তান ক্রিকেটের এই মুহূর্তে যা অবস্থা, তা দেখে তিনি বিচলিত। আর তাই পিসিবি চেয়ারমান হওয়ার আগ্রহ প্রকাশ করলেন জহির আব্বাস। বলেছেন, পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার জন্য তিনি সবসময় প্রস্তুত।

জহির আব্বাস বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য সব কিছু করতে তৈরি। সব ভূমিকা নিতে তৈরি। এবছরই আইসিসি প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব শেষ হবে। তবে এই দায়িত্ব থাকাকালীনও প্রয়োজন পড়লে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব নিতে পারি।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের উদাহরণ দেন তিনি। বিসিসিআই প্রেসিডেন্ট একই সঙ্গে ডাবল দায়িত্ব হিসেবে পালন করছেন আইসিসি চেয়ারম্যানের দায়িত্বও। তিনি বলেন. `কেউ এখনও আমাকে পিসিবি প্রধান হতে প্রস্তাব দেয়নি। তবে তাতে কী? আমি নিজেই, নিজের আগ্রহের কথা জানিয়ে রাখলাম।`

প্রধান নির্বাচক হিসেবে ইনজামাম-উল হককে নিয়োগ দেয়ার বিষয়ে পিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। বলেন, `ইনজামাম অবশ্যই দারুন কাজ করবেন আমাদের জন্য। আমাদের দেশে সব পজিশনে সঠিক ব্যক্তি দরকার। সে দলের কোচই হোক বা বোর্ডের প্রধান। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো বদলাতে হবে। দায়িত্ব ঠিকমত ভাগও করে দিতে হবে। যাতে কোনওরকমের সমস্যা তৈরি না হয়।’